মকবুল হোসেন স্টাফ রিপোটার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক বলেছেন, আপনারা সরকারি চাকুরীজীবি জনগণের উন্নয়নে ও ভাগ্য পরিবর্তনে সর্বদা কাজ করছেন। আপনাদের দায়টাও সবসময় জনগণের প্রতি। দায়বদ্ধতা আছে বলেই দায়িত্বটা সেভাবে গ্রহণ করবেন এবং জনগণের কাজে সেভাবে কর্তব্য পালন করবেন।
১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন আপনারা। আপনাদের সর্বোচ্চ বৈশিষ্ট্যটা সেখানে প্রতিস্থাপন করবেন। একটি চমৎকার পুনর্বাসন উপহার দিবেন স্হানীয় ক্ষতিগ্রস্তদের। ছাত্রদের রক্তের বিনিময়ে গঠিত নতুন প্রেক্ষাপটকে মাথায় রেখে দেশের সেবা করবেন। দুঃখী মানুষের পরিত্রাণে কাজ করবেন সে প্রত্যাশা আপনাদের প্রতি। বন্যাদুর্গতসহ দারিদ্র্য মানুষের সহযোগিতায় সরকারের গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে আর ব্যাহত হবেনা। আপনাদের উপর খবরদারির জন্য এখন এমন কেউ নেই।
উপদেষ্টা বলেন, বন্যা উত্তর পুনর্বাসনের জন্য জাতীয় পুনর্বাসন কমিটি হয়েছে। সেটি কেন্দ্রীয় থেকে জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে এখানে এসেছি। কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। ক্ষতিগ্রস্ত দপ্তরগুলো কর্তৃক মতবিনিময়ে যেটা অবগত করা হলো সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, মৎস্য বিভাগের প্রতিনিধি, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, জেলা সিভিল সার্জন বন্যায় সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ক্ষয়ক্ষতি এবং এ ব্যাপারে গৃহীত কার্যক্রম ও পদক্ষেপ তুলে ধরেন।
মতবিনিময় অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।