মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ ডিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ দুই সহোদর আটক। মঙ্গলবার ১৫ অক্টোবর বিকেল পাঁচটার দিকে সদরের বাবুলিয়া এলাকায় অভিযানে এআটকের ঘটনা ঘটে।
আটককৃত মাদক চোরাকারবারিরা হলেন সদরের বাবুলিয়া গ্রামের মৃত নিরাপদ দাস এর দুই ছেলে অশোক দাস (৫৫) ও ষষ্ঠি দাস (৪৫)।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আনিছুর রহমান জানান, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বাবুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক অশোক দাস এর বসতবাড়ি থেকে এক কেজি গাঁজা উদ্ধার করাহয়। এসময় মাদক চোরাকারবারে জড়িত থাকায় তার ভাই ষষ্ঠি দাসকেও আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা ওই এলাকায় দীর্ঘদিন এ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত