কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় রাতের আধারে রেজাউল খন্দকার (৪২) নামের এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে প্রতিপক্ষ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত রেজাউল খন্দকারকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রেজাউল খন্দকার বলেন, মামুন, কাউসার ও আমি বাধাল বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে কিছু লোক মোটরসাইকেলের গতিরোধ করে আমাদের দেশীয় অস্ত্র দিয়ে কোপ শুরু করে। এ সময় আমাদের কাছে থাকা প্রায় আড়াই লক্ষ টাকা তারা ছিনিয়ে নেয়। রেজাউল খন্দকার ও কাউসারের ডাক চিৎকারে লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। রেজাউল আরও বলেন, যারা হামলা করেছিল তাদের মধ্যে ইজারা গ্রামের হাসান সরদার, শিমুল শেখ, শাহিন সরদার ও পিয়াল শেখকে আমি চিনি। এদিকে ঘটনার পর থেকে এই চারজন গা ঢাকা দিয়েছে। তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসিন হোসেন বলেন, একটি মারামারির ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। তবে প্রাথমিক ভাবে একটি অভিযোগ পেয়েছি।
মোঃ তরিকুল ইসলাম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বাগেরহাট প্রধান কার্যালয়:
বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত